নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মেডিকেল ক্যাম্পে থেকে গরীব অসহায় ও দুস্থ গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হয়। এসময় সামাজিক দূরুত্ব বজায় রেখে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ওষুধ বিতরণসহ হরলিক্স ম্যাক্সি সংবলিত উপহার বক্স প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দিনভর বাংলাদেশ সেনাবহিনীর নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যাবস্থাপনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র অধিনায়ক লে. কর্নেল গাজী আবদুস সালাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এর আগে ১৩ জুন মানিকগঞ্জে ৯০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। মানবিক এই কার্যক্রম পুরো মাসজুড়ে চলবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বলেও জানান তিনি।
উল্লেখ, করোনা পরিস্থতি মোবাকেলায় ২৪ মার্চ থেকে সেনা সদস্যরা ৮টি জেলা ও ঢাকা জেলার ৫টি উপজেলালায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এই কার্যক্রমের পাশাপাশি প্রশাসনের সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাক্স বিতরণসহ ত্রাণ বিতরণ করে আসছে। এছাড়া সম্প্রতির বাজার, সম্প্রীতির ইফতার এবং ঈদ বাজার আয়োজন করেন।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল ফকরুল আলম, বিএসপি, এমপিএইচ, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র অধিনায়ক লে. কর্নেল গাজী আবদুস সালাম, পিএসসি, জি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত