রংপুরের মিঠাপুকুর উপজেলার যমুনেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় রিতু মনি নামে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মিয়াপাড়ার মৃত সোলায়মান আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের বৈরাগীকুঠি এলাকায় সোমবার বিকেলে যমুনেশ্বরী নদীতে একটি লাশ ভেসে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্বজনদের সুত্রে জানা যায়, গত শুক্রবার বদরগঞ্জ উপজেলার বৈরামপুর মিয়াপাড়া থেকে রিতুমনি নিখোঁজ হয়। ওই দিন আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পরের দিন তার মা নিলুফা বেগম বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল