মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক গর্ভবতী মাকে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৪ জন ও ১ জন বেসামরিক চিকিৎসক শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সুলতানা বেগমসহ একাধিক নারী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চিকিৎসা পরামর্শের পাশাপাশি ওষুধ, সাবান ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়েছে।
যশোর সেনানিবাসের ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারীর মেজর নাজমুন নাহার জানান, সেনা প্রধানের নির্দেশে করোনাকালে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছেন। সেই সাথে সিভিল প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন