শিরোনাম
১৪ জুলাই, ২০২০ ২১:১৭

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে এ্যাডভোকেট এনামুল হক টিপু (৬০) মারা গেছেন। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শহরের কাপুড়িয়া পট্টিতে বসবাসকারী এ্যাডভোকেট টিপু বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শেখ দবির উদ্দিনের প্রথম সন্তান। 

তিন দিন আগে এ্যাডভোকেট টিপুর করানা উপসর্গ দেখা দিলে তার ছোট ভাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. জহিরুল হক ভাইকে তার হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করেন। নমুনা সংগ্রহ করে রিপোর্ট আসার আগেই মঙ্গলবার রাতে এ্যাডভোকেট টিপু মারা যান। 
 
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৮ জন, ফকিরহাট উপজেলায় ৮ জন, কচুয়া উপজেলায় ২ জন, চিতলমারী উপজেলায় ১ জন ও মোংলা উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৩ জনে। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর