ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জামাল উপজেলার কবীরপুর বাজার পাড়ার মৃত মহসিন আলী বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে জামাল মোটরসাইকেল যোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বাজারের নিকট পৌছানো মাত্রই একটি ট্রাক ক্রস করে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জামালের অবস্থার অবন্নতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করে। চিকিৎিসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার