বগুড়ায় চোরাই মোটরসাইকেল এবং ৫৪০ পিস ইয়াবা বড়িসহ ১২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে জেলা সদর ও সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সোনাতলার মৃত রফিকুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩২), দক্ষিণ আটকড়িয়ার আফসার আলীর ছেলে আশিকুর ইসলাম (২২), উত্তর আটকড়িয়ার মোস্তাফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত ইজ্জত উল্লাহ ছেলে ছাবিরুল ইসলাম (৩৫), কোড়াডাংগার মোশারফ হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২), ইছাহাক মন্ডলের ছেলে কামরুজ্জামান ওরফে কাবিন (২৫)।
এছাড়াও ৫৪০ পিস ইয়াবাসহ সদরের বাঁশদীঘির আব্দুল বারীর ছেলে ওবায়দুর রহমান (৩৭), রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২০), সেউজগাড়ীর শহিদুল ইসলামের ছেলে মাফিউল ইসলাম (৩৩), উলিপুর উত্তরপাড়ার জাইদুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (৩৬), শাজাহানপুরের আব্দুল বাছেদের ছেলে আশিকুর রহমান (২৪), এবং শেরপুরের সর্দারপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে তাজুল ইসলামকে (৫১) আটক করা হয়।
পুলিশ জানায়, ডিবি পুলিশের ওসি আসলাম আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান অভিযান চালানো হয়। এ সময় তাদের একটি টিম সোনাতলার উপজেলার বালুয়াহাট এলাকার মোকামতলাগামী রাস্তার দক্ষিণে একটি গ্যারেজ ও কোড়াডাঙ্গার বটতলা থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং ৬ ব্যক্তিকে আটক করে।
অন্যদিকে, তাদের অপর একটি টিম সদরের সদর এলাকা থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো ৬ জনকে আটক করে। ডিবির ওসি আসলাম আলী জানান, আটক হওয়া ওই ১২ জনের বিরুদ্ধে সোনাতলা, শেরপুর ও সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন