নেত্রকোনার মদন উপজেলায় ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার কামরুল (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত মজিবুর রহমানের ছেলে ও দুই সন্তানের জনক।
এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই নারী গত ২৮ জুলাই বাদী হয়ে মদন থানায় কামরুলকে আসামি করে মামলা দায়ের করেন। এখনো আসামি গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী পুলিশ সদস্য এস আই মমতাজ।
স্থানীয় ইউপি সদস্য হোপেন মেম্বার জানান, কামরুল নিজেও দুই সন্তানের জনক। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তাকে পুলিশ দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, ওই নারীকে ওই দিনই উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।
মামলার তদন্তকারী এস আই মমতাজ জানান, আসামিকে দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/ফারজানা