বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ জন উপকারভোগীকে সেলাই মেশিন বিতরণ ও ৩ জন উপকারভোগীকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার দুই হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে।
এ দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা শেষে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা মজিবর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ উম্মে আয়সা ছিদ্দিকা।
বিডি প্রতিদিন/হিমেল