আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরিতে ৪টি প্যানেল থেকে ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্যানেল ৪টির মধ্যে রয়েছে, আওয়ামী লীগ সমর্থিত দুইটি প্যানেল যথাক্রমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত কাজেম-সাইফুল প্যানেল ও অপরটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সাইদুর-সারওয়ার বাবু প্যানেল।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত আমিন-আনিসুর প্যানেল ও বাম জোট সমর্থিত ইউসুফ-ইয়ামিন প্যানেল।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী মোঃ মাজহারুল হক সরকার নিজ পদের পক্ষে নির্বাচন কমিশনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের নিকট সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী ও ৪টি প্যানেলের প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ৫ সেপ্টেম্বর দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৭ সনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে মোঃ আনোয়ার কামালকে। আর নির্বাচন কমিশনে অন্যান্যরা হলেন মোঃ ইকবাল রায়হান সোহেল ও শ্রী রনজিত কুমার সরকার।
এ নির্বাচনে ৫১৬ জন আইনজীবী ভোটার ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান মোঃ আনোয়ার কামাল।
উল্লেখ্য, এক বছর মেয়াদী দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রতি বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান করোনাভাইরাসের কারণে নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হয়।
বিডি প্রতিদিন/হিমেল