বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে জামালপুর জেলা দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা থেকে উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে। জামালপুরের স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫শ’ শয্যার হাসপাতালসহ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হার্ট ফাউন্ডেশনের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আধুনিক সুবিধা সম্বলিত জামালপুর ডায়াবেটিক হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল টেকনোলজিস্ট ইনস্টিটিউট চালু হয়েছে।'
'এছাড়াও শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, শেখ হাসিনা নকশী পল্লী, ইকনোমিক জোন, ফ্লাইওভার, সরকারি ও বেসরকারি ২টি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ ৫০ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে। চলমান এসব কর্মযজ্ঞ শেষ হলে জামালপুরের দৃশ্যপট পাল্টে যাবে, জামালপুর হবে দেশের উন্নত জেলাগুলোর একটি। আর এসব কাজ সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায়।'
শুক্রবার বিকালে জামালপুর ডায়াবেটিক হাসপাতালের অষ্টম বার্ষিক সাধারণ সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন মানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন প্রণয় কান্তি দাস, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভা শেষে মির্জা আজম এমপিকে সভাপতি ও সৈয়দ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জামালপুর ডায়াবেটিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল