বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাদিপুর সীমান্ত থেকে আটক করা হয়েছে।আটক আসামি সাদিপুর গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রামে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের সে বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে বাড়ি থেকে ছোটবড় ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুনকে আটক করা হয়। এস স্বর্ণের ওজন ৯ কেজি ২শ গ্রাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদিপুর গ্রামের এক বাড়ি থেকে ৯ কেজি ২শ গ্রাম ওজনের ছোটবড় ৫৭ পিস স্বর্ণসহ এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। আটক আসামিকে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত