কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত ১০টার দিকে মালিকবিহীন ইয়াবার এই চালান জব্দ করা হয়।
২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের একটি গোপন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে খারাংখালী বিওপির জওয়ানরা নাফ নদীর পাড়ে অবস্থান নেয়।
মিয়ানমার থেকে এক ব্যক্তি সাঁতার কেটে সীমান্তে প্রবেশ করার চেষ্টা করলে জওয়ানরা ধাওয়া দেয়। পরে ওই ব্যক্তি সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে সাঁতার কেটে সীমান্ত রেখা অতিক্রম করে মিয়ানমার প্রবেশ করে।
তিনি আরও বলেন, ফেলে যাওয়া বস্তা দুটি জব্দ করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো আনুষ্ঠানিকভাবে নষ্ট করার জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই