নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল বলেছেন, সরকার অল্প খরচে দ্রুত ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলপথের উন্নয়নে কাজ করছে। আগামীতে রেলযাত্রাকে আরও আকর্ষণীয় করা হবে।
মঙ্গলবার দুপুরে নাটোর রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম শিমুল বলেন, নতুন রেলপথ স্থাপন, রেলপথ সম্প্রসারণ, রেল স্টেশনের উন্নয়ন, নতুন আন্তঃনগর ট্রেন চালু, যাত্রীদের ভোগান্তি কমাতে ই-টিকিট চালু করাসহ এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, উপ-দফতর সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই