২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৪

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ব্যক্তিগত সুখ-শান্তির জন্য হরহামেশা নির্মাণ হচ্ছে বহুতল ভবন, ব্যবহার হচ্ছে মানবজীবনে ক্ষতিকর সব প্লাস্টিক পন্য। এতে দেশের উপক‚লীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

শুক্রবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন-সমাবেশে এ দাবী করেন ব্রাইটারস্ সোসাইটি অব বাংলাদেশ এর জেলা শাখার নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলমান এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির পরিচালক ইমাম হোসেন রাফি, সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম ও মোবারক হোসেন। 

বক্তারা বলেন, ছয় ঋতুর দেশ হলেও বর্তমানে দেশে মাত্র দুটি ঋতু রয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। বিগত কয়েক বছর বৃষ্টির প্রভাব বেড়ে গেছে। স্থায়ী হচ্ছে বন্যা ও জলোচ্ছাস। এতে শারীরিকভাবে দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এমন বাংলাদেশসহ বৈশ্বিক নেতাদের এ নিয়ে এখনই সঠিক ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর