শিরোনাম
৩০ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৮

কিছুক্ষণের মধ্যেই রায়, উদ্বিগ্ন মিন্নি

অনলাইন ডেস্ক

কিছুক্ষণের মধ্যেই রায়, উদ্বিগ্ন মিন্নি

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। এরই মধ্যে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। বেলা ১১টা ৪০ মিনিটে র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে আসামিদের আদালতে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই মামলার রায় পড়া শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকক্ষের সামনের বারান্দায় চেয়ারে বসে আছেন মো. শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি। সঙ্গে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নিকে কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছে।

এর আগে,  জামিনে থাকা মিন্নি সকাল ৮টা ৫০ মিনিটে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে আদালতে হাজির হন। আদালতে পৌঁছেছেন রিফাত শরীফের পরিবারও। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর