২৭ অক্টোবর, ২০২০ ১২:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় চালকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় চালকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই

আহত রিকশা চালক সজিব

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় চালককে পিটিয়ে হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে রিকশা চালককে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত চালক সজিব সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব পূর্বপাড়া দুলাল মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সজিব অটোরিকশায় ৩ জন যাত্রী নিয়ে আখাউড়া বাইপাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সদরের শহরতলীর ভাদুঘর শ্মশানঘাট এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার হাত-পা বেঁধে জমিতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। 

এদিকে রিকশা চালক সজিব বলেন, আখাউড়া বাইপাস থেকে অপরিচিত ৩-৪ জন লোক ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় চুক্তি করেন। পথিমধ্যে নির্জন জায়গায় তারা আমাকে মারধর ও হাত-পা বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজন দুর্বৃত্ত চালকের হাত, পা ও মুখ বেঁধে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর