সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ ৩ নভেম্বর বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদনের সময় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা