বগুড়ার শেরপুর উপজেলা চালকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদু ও সাধারণ সম্পাদক পদে আলিমুর রেজা হিটলার নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের হামছায়াপুর কাঁটালতলাস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনের এই ভোটগ্রহণ চলে।
ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ সভাপতি পদে আলহাজ্ব আশরাফ আলী, যুগ্ম সম্পাদক পদে মো. জাকারিয়া হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ পদে গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক পদে মো. হানিফ উদ্দিন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কার্যনির্বাহী সদস্য মো. সুলতান মাহমুদ ও মো. সোহেল রানা।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু জানান, চালকল মালিক সমিতির এই নির্বাচনে মোট আটটি পদের মধ্যে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর বাকি দুইটি পদে কোন প্রার্থী না থাকায় ভোট ছাড়াই একক প্রার্থী হিসেবে তাঁরা জয়ী হয়েছেন। তিনি আরও বলেন, এই নির্বাচনে মোট ৪৪২ জন ভোটারের মধ্যে ৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌরসভার মেয়র আব্দুস সাত্তার।
বিডি প্রতিদিন/হিমেল