সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংস্কার কাজের জন্যে সড়কে এলজিইডি’র করা খাদে বাস উল্টে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার বিকেলে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে দীর্ঘ দিন ধরে সংস্কার কাজ চলছে এলজিইডি’র। তারা সড়কের একপাশ খাদের মতো গর্ত করে বালু ভরাট করছিল।
আজ বিকেলে সিলেটে থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কালিগঞ্জ বাজারের পূর্বে খাদে উল্টে পড়ে। এসময় আহত হন ২০ জন যাত্রী।
বিডি প্রতিদিন/আবু জাফর