নোয়াখালীর সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হক মাঝির জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় করমূল্যা বাজারে অনুষ্ঠিত জানাযায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম সামছুদ্দিন জেহা সহ স্থানীয় নেতারা।
এদিকে নিহত ব্যবসায়ীর খুনিদের গ্রেফতারের দাবিতে করমুল্যা বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আবদুল হক মাঝি (৫৫) সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর করমুল্যা গ্রামের আমিন উল্যার ছেলে এবং স্থানীয় মান্নান মেম্বার গ্রুপের লোক ছিলেন।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে ৫৪ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনার মূল আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন