সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলার সহকারী কমিশনের (ভূমি) দায়ের করা মামলায় ৩ যুবলীগ কর্মীকে আটকের পর জেল হাজতে পাঠানো হয়েছে। এরা হলো বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মিন্টু কসাইয়ের ছেলে ও বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃৃত সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী আরমান হোসেন, শেরনগর গ্রামের জেলহকের ছেলে জুয়েল ও তার ভাই মিঠু। রবিবার ভোরে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান।
তিনি জানান, ২০১৮ সালে ভ্রাম্যমাণ আদালতে শেষে ফেরার পথে আটককৃতরা তৎকালীন এ্যাসিল্যান্ড সেজুতি ধরের গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে এবং তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতারি পরোয়ানামুলে তাদেরকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন