গাজীপুরে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় নারায়নগঞ্জ জেলা পুলিশ দল জয়ী হয়েছে। রবিবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নারায়ণঞ্জ জেলা পুলিশ দল গাজীপুর জেলা পুলিশ দলকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন সার্ভিসিং ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. ছালেহউদ্দিন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, মোহাম্মদ রাসেল শেখ, আমীনুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার