রাজাকারের সন্তান বলায় আইনজীবীর মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রুস্তম আলীর নিকট ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নেটিশ দিয়েছেন এক শিক্ষক। আজ রবিবার বিকেলে ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীমের পক্ষে পাবনা জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ মাজেদ এই নোটিশ প্রেরণ করেন। ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে নোটিশের সদুত্তর না দিলে ভিসির বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা করবেন বলেও উল্লেখ করা হয়।
পাবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষক ড. আব্দুল আলীম বলেন, গত ৫ ও ৬ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম রোস্তম আলী স্যারের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিলাসিতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ক্যম্পাসে একক অবস্থান কর্মসূচি পালন করি। সামাজিক মাধ্যমে স্যারের দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমান তুলে ধরি।
এই ঘটনায় ভিসি স্যার সে সব অনিয়মের কোন ব্যাখ্যা না দিয়ে কয়েকটি গনমাধ্যমে তিনি আমাকে রাজাকার পরিবারের সন্তান বলে উল্লেখ করে বক্তব্য দেন। একই সাথে তিনি জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেই নাকি আমি এই কর্মসূচি পালন করেছি বলেও তিনি উল্লেখ করেন, যা আদৌ সত্য নয় বলেও তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/আল আমীন