কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুই সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে হাবিবুল্লাহ (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি নান্দলা এলাকার হেলাল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
কটিয়াদি হাইওয়ে থানার পরিদর্শক আব্দুস সোবহান ও অন্যান্য সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ যাতায়াত পরিবহন বাসের হেলপার ছিলেন। দুপুরে ডিউটি শেষে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দুটি সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ দু’টি সিএনজি অটোরিকশা আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর