‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান’ এই প্রতিপাদ্য নিয়ে এবার করোনাকালে নেত্রকোনায় সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ইউনিয়নের ২৭তম জেলা সম্মেলন।
বৃহস্পতিবার দুপুরে ছোটবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করে ছাত্র ইউনিয়নের জেলা সংসদ। সম্মেলন উপলক্ষে বেলা সাড়ে ১২টায় শহীদ মিনার থেকে একটি উদ্বোধনী মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলিত হয়।
পরে প্রথম অধিবেশনে জেলা সংসদের সভাপতি মিটুন শর্মা অভির সভাপতিত্বে সম্পাদক পার্থ প্রতিম সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি জহরলাল রায়, আশজাদুল বোরহান তাহসিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনন্য ঈদ ই আমীন, জেলার সাবেক সভাপতি তপতি শর্মা, সাবেক ছাত্রনেতা মো. আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা