বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগানে পাওয়া নবজাতককে (ছেলে সন্তান) খুলনা ছোট মনি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়েছে।
টানা ১২ দিন হাসপাতালে এক প্রসূতি মায়ের কোলে লালন-পালনের পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়। উপজেলা শিশু কল্যাণ বোর্ড শিশুটিকে বেবি হোমে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, এখন পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে।
শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দপ্তরে। আগামী ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তাদের জিম্মায় দেবেন বলেও জানান সমাজসেবার এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বসতঘর সংলগ্ন সুপারি বাগনে সদ্যজাত এ শিশুটির কান্না শুনতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এমআই