ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মফিজুর রহমান সজন ও মহাসচিব পদে মো. সুলতান হোসেন খান নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার ঢাকায় সংগঠনের অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে সারাদেশ থেকে ১৬ জন নির্বাচিত হন। এতে সহ-সভাপতি হয়েছেন আবুল আহসান তালুুকদার ননী, অর্থসচিব একেএম আকতার হোসেন, সাংগঠনিক ও প্রচার সচিব শেখ লিয়াকত হোসেন, শুল্ক ও প্রশিক্ষণ বিষয়ক সচিব, এমদাদুল হক লতা, বন্দর বিষয়ক সস্পাদক মো. ফারুক আলম, আন্তর্জাতিক বিষয়ক সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু). নির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুস, তোফাজ্জাল হোসেন, মিচছু সাহা, কাজী মাহমুদুল ইমাম বিলু, আলহাজ্ব নুরুজ্জামান, খাইরুজ্জামান মধু, মো. নাছির উদ্দিন ও মো কবির আহমেদ।
বিডি প্রতিদিন/ফারজানা