২৪ নভেম্বর, ২০২০ ১৬:০০

গুরুদাসপুরে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবুসহ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন জানান, উপজেলাব্যাপী ৫০টি ঘর করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রথম ধাপে এই ৫০টি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে সরকারি জায়গার ওপর।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর