মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৮টি গরু চুরির ঘটনায় গরুসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। আজ ভোরে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া চেকপোস্টে চোরদের আটক করে পুলিশ।
আটক গরু চোরেরা হলো- জেলার দৌলতপুর উপজেলার তানিভির সোহেল এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জুয়েল রানা।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, মঙ্গলবার ভোরে ঘিওর উপজেলার বাঙ্গালা গ্রামের দুইটি বাড়ি থেকে মোট ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে এলাকাবাসী ওই এলাকার বিট পুলিশ অফিসার আসাদ হোসেনকে বিষয়টি মুঠোফোনে অবগত করেন। এছাড়াও ৯৯৯ থেকেও বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
পরে ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া চেকপোস্ট থেকে ৮টি গরুসহ ২ চোরকে আটক হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ