২৪ নভেম্বর, ২০২০ ১৬:১১

নরসিংদীতে সচেতনতা তৈরিতে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সচেতনতা তৈরিতে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

নরসিংদীতে করোনাভাইরাস ও মুজিববর্ষ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা শীর্ষক ক্যারাভান রোড শো ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার শেষে ক্যারাভান রোড শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাওসার আজিজ। আরো উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। সেমিনার শেষে জেলা প্রশাসক প্রাঙ্গণে রোড শো করা হয়।

বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। সুস্থ থাকতে হলে পরিচ্ছন্ন খাবার গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমরা যে পাত্রে খাদ্য গ্রহণ করি, সেই পাত্র ও গ্লাস জীবাণু মুক্ত করে খেতে হবে। নয়তো খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাই সবার জনসচেতনতার প্রয়োজন। আর জনসচেনতা বৃদ্ধি করতে কাজ করছে সরকার ও নিরাপদ খাদ্য মন্ত্রণালয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর