২৪ নভেম্বর, ২০২০ ১৬:৩৫

শরীয়তপুরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কর্মশালা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের কর্মশালা

শরীয়তপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজীর সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সভায় কৃষি বিভাগ, প্রাণিসম্পদ, মৎস্য, মহিলা বিষায়ক ও সমবায় বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির ঢাকা ভিভাগীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এন এম এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডবিøউআরএম ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো. খালেদ চৌধুরী ও মাদারীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেন। 

এদিকে শরীয়তপুর কৃষি বিভাগের উপ-পরিচালক আমির হামজা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা, জেলা মহিলা ভিষায়ক কর্মকর্তা খাজিদাতুল আসমা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর