চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ সুইপার কলোনীর সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উনিয়া বাঁশফোড় (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উনিয়া বাঁশফোড় সুইপার কলোনীর বাসিন্দা নরেশ বাঁশফোড়ের স্ত্রী।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে দর্শনা রেলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় সুইপার কলোনীর সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়েন উনিয়া বাঁশফোড়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক কৌশলে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘাতক চালক ও ট্রাকটি আটক করতে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার