প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলার ৭৩টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আজ দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতি দিনাজপুরের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আতাউর রহমান সবুজসহ জেলার ৭৩টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন