প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলার ৭৩টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আজ দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে প্রতিবন্ধী বিদ্যালয় কল্যাণ সমিতি দিনাজপুরের আয়োজনে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণের দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/আল আমীন