করোনা ঠেকাতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে বগুড়ার শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির স্মরণে রবিবার বিকালে উপজেলার গোহাইল ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোহাইল নবীন স্পোটিং ক্লাবের আয়োজনে শেখ মনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খরনা ইউনিয়ন যুব সংঘ হাতে প্রথম পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আলী ইমাম ইনোকী।
ফুটবল মাঠে প্রবেশ করতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। পরে দর্শকদের মাঝে মাস্ক বিতরণ করে টুর্নামেন্ট আয়োজক কমিটি।
বিডি প্রতিদিন/আরাফাত