ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ইসলামি ঐক্যজোটের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজ বাড়িতে মারা যান তিনি। মহিউদ্দিন আহমেদ উপজেলার ফুলপুর গ্রামের বাসিন্দা। মৃতুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আট মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার জোহর নামাজের পর তার জানাজা নুরপুর দক্ষিণ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ি ফুলপুর গ্রামের মসজিদের পাশে তার লাশ দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামি ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি এনামুল হাসান।
বিডি প্রতিদিন/এমআই