৩০ নভেম্বর, ২০২০ ১২:৩৯

দুবলার চরে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হল রাস উৎসব

বাগেরহাট প্রতিনিধি:

দুবলার চরে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হল রাস উৎসব

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে রাতে রাস পূর্ণিমার পূজা ও ভোরে (সোমবার) জেয়ারে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ২ দিনব্যাপী রাস উৎসব। প্রায় ৩০০ বছর ধরে বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূজা ও পূণ্যস্নান উদযাপিত হয়ে আসছে। রবিবার রাতে রাস উৎসব উপলক্ষে উড়ানো হয় ফানুস। 

হিন্দু ধর্মাবলম্বীরা রাস পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস পূজায় যোগ দিয়ে থাকেন। তবে, এবার করোনা পরিস্থিতির কারণে শর্তে স্বাস্থ্য বিধি মেনে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের পূজা ও পূণ্যস্নানে যোগ দিতে পেরেছেন। পূজা ও পূণ্যস্নানের রাস উৎসব চলাকালে দুবলার চরে সিমিত সংখক বিদেশী পর্যটক ও সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কোন ধর্মের লোকজনকে যাওয়ার অনুমতি দেয়নি সুন্দরবন বিভাগ। দেয়া হয়নি বড় কোন মেলা করার অনুমতি।

ভোরে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে পূণ্যস্নান শেষে দল বেঁধে লোকালয়ে ফিরতে শুরু করেছে হিন্দু পূর্ণার্থীরা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর