৩০ নভেম্বর, ২০২০ ১৩:৫২

টাঙ্গাইলে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে (২৬ নভেম্বর) থেকে তারা আন্দোলন শুরু করেন।

টাঙ্গাইলে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল মোতালিব, স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন, রিনা আক্তার, সাবিনা ইয়াছমিন, মেহেদী হাসান প্রমুখ। এসময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর