জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বর্তমান সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ বলেছেন, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কখনোই দেশের সম্প্রীতি বিনষ্ট করতে দেবে না।
সোমবার বাউফল উপজেলা পরিষদ এলাকায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং কৃষক পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক এবং সংবাদকর্মীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. মনিরুজ্জামান। এর আগে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা