৩ ডিসেম্বর, ২০২০ ১১:২৫

বরগুনা হানাদার মুক্ত দিবস পালন

বরগুনা প্রতিনিধি

বরগুনা হানাদার মুক্ত দিবস পালন

১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার খানের নেতৃত্বে ২১ জন মুক্তিযোদ্ধা ফজরের আযানকে সঙ্কেত করে অভিযান চালিয়ে হানাদার আর রাজাকার মুক্ত করেন তৎকালীন বরগুনা মহকুমাকে। মুক্তিযোদ্ধারা একই সময় থানা, এসডিওর বাসভবন, জেলখানা, ওয়ারলেস অফিস, ট্রেজারি দখল করে নেন। 

এরপর সকাল ৭টায় মহাকুমা প্রশাসক ও মহাকুমা পুলিশ প্রশাসককে উপস্থিত করে হাজার হাজার জনতা জয় বাংলা শ্লোগানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রেজারি চত্ত্বরে। মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তারের নেতৃত্বে মহাকুমা প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা চলে যান বুকাবুনিয়া ক্যাম্পে।
 
বরগুনা হানাদার মুক্ত দিবসে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় মুক্তিযুদ্ব শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীসহ মুক্তিযুদ্ধ ৭১'সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ব যাদুঘর, বরগুনা প্রেসক্লাব, সাগরপাড়ী খেলাঘরসহ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন। 

শ্রদ্বা নিবেদন শেষে খেলাঘর সভাপতি বেবী দাসের সভাপতিত্বে সাংবাদিক মনির কামালের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক,অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুখ রন্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্ত রন্জন শীল, প্রেসক্লাব সভাপতি সন্জীব দাস প্রমূখ। সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ শহীদ মিনারে বরগুনা হানাদার মুক্তদিবসে প্রদীপ প্রজ্জলনের আয়োজন করেছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর