জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিলসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পালন করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইম স্কেল পাওয়ার কথা। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০১৭ সনের ৮ অক্টোবর এক পত্রের মাধ্যমে কার্যকর চাকরিকালের ভিত্তিতে হিসাব না ধরে ভুল ব্যাখ্যা দিয়ে চাকরিকালের তারিখের পরিবর্তে জাতীয়করণের তারিখ ধরে জ্যেষ্ঠতা তালিকা করার মৌখিক নির্দেশনা দেন।
এতে জাতীয়করণকৃত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এখন আবার জাতীয়করণকৃত পূর্বের চাকরিকাল ৫০ ভাগ গণনা না করে হিসাব রক্ষণ অফিসগুলো প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উত্তোলনকৃত টাইম স্কেল ফেরত প্রদানের জন্য অপচেষ্টা চালাচ্ছে। এতে করে টাইম স্কেল উত্তোলনকৃত শিক্ষকরা চরম হতাশাগ্রস্ত ও ক্ষতির সম্মুখীন।
তাছাড়া তাদের মধ্যে অনেক শিক্ষক মৃত্যুবরণ ও অবসরে গেছেন। এ অবস্থায় জারিকৃত পত্র প্রত্যাহারের পাশাপাশি সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মতিউর রহমান জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক বাছির উদ্দিন, মো. শহীদুল্লাহ, মিজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম সুরুজ, আব্দুর রব প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিভিন্ন উপজেলা থেকেও শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর