কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করে জেলা পরিষদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ ও বিএমএ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনের রাস্তায় যৌথ ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধনে বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমন ওসমান, মুক্কিতযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পল্লব কান্দি দাশ পংকজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন