মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের হেড কোয়ার্টার খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবস পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে বিজয় ভাস্কার্য্যে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করে রামগড় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন।
তবে করোনা পরিস্থিতির কারণে বিজয় র্যালি ও আলোচনা সভা করা হয়নি।
রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ উল্লাহ মারুফ, এসিল্যান্ড সজীব কান্তি রুদ্র, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার মাহমুদ উল্লাহ মারুফ ও সাবেক কমান্ডার মফিজুর রহমান, রামগড় পৌরসভার পক্ষে পৌর মেয়র মো. শাহজাহান রিপন ও কমিশনাররা এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কাজী নুরুল আলমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের আজকের এই দিনে (৮ ডিসেম্বর) তৎকালীন মহকুমা শহর খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত হয়।
বিডি প্রতিদিন/এমআই