মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন।
এতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল হামিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।
চলতি আমন মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ টাকা কেজি দরে ১ হাজার ১০০ মেট্রিক টন ধান এবং ৩৭ টাকা কেজি দরে ৪৯৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই