দিনাজপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও ধান মাড়ায় মেশিনের সঙ্গে সংঘর্ষে আব্দুল মমিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং লালন মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত আব্দুল মমিন এবং আহত লালন মিয়া সম্পর্কে মামা-ভাগিনা। মঙ্গলবার দিনাজপুর-ঢাকা মহাসড়কের নবাবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামা আব্দুল মমিন (৪৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাস্ততুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ভাগিনা লালন মিয়া (৩০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুলটা গ্রামের শাহার উদ্দীন আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরাঞ্চলে ঘণকুয়াশার কারণে পথ চলতে অনেকটা কষ্ট হচ্ছে। ঘণকুয়াশার কারণে এমনটা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার