কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ স্মৃতি চত্বর থেকে একটি মিছিল বের হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে রাজবাড়ী জেলার সদর উপজেলা ১৪টি ইউনিয়ন, পৌর আওয়ামী লীগের নেতা-কর্মী সহ ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে শহীদ স্মৃতি চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এছাড়া বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুর জব্বার, সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েদ হোসেন ছোহরাপ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানান। পাশাপাশি এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর