সিরাজগঞ্জে ইয়াবাসহ আল-মামুন (২৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে জেলার এনায়েতপুর থানার খুকনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল মামুন এনায়েতপুর থানার রুপপুর গাছপাড়া এলাকার মৃত দুলাল মোল্লার ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার প্রনব কুমার সরকার মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এনায়েতপুর থানার খুকনী বাজারস্থ আনোয়ারের চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় র্যাবের সদস্যরা আল-আমিনকে আটকের পর তল্লাশি করে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং আল মামুনকে আটক করেন।
এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার