মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনাকালের জন্যে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে খাবার পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা, মহিলা
বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস শহীদ হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথের সাধারণ কেয়ারটেকার মো. সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সরওয়ার, সমাজসেবা কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, কৃষি কর্মকর্তা রমজান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন