পঞ্চগড় জেলায় চিনিকল চালুর দাবিতে শ্রমিকদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। গত দুই মাস ধরে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন তার।
সরকার তাদের দাবি না মানলে তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। মঙ্গলবার সকাল থেকে শ্রমিক কর্মচারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার কথা রয়েছে তাদের। দীর্ঘদিন থেকেই এই চিনিকল লোকসান করে আসছিল বলে জানা গেছে।
পঞ্চগড়ে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এই চিনি কল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চিনিকলকে জাতীয়করণ করেন।
কিন্তু দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারি ঘোষণায় এই চিনিকলও বন্ধ হয়ে গেছে। ফলে বেকার হয়ে পড়েছে কয়েক’শ শ্রমিক-কর্মচারী। তারা বর্তমানে মিলটি চালুর দাবিতে আন্দোলন করছেন।
বিডি প্রতিদিন/এমআই