যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের ভাগীরথী চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব অডিটোরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী পাক হানাদারদের কাছ থেকে মুক্ত হয় পিরোজপুর জেলা।
বিডি প্রতিদিন/আবু জাফর