গাজীপুরের কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাসস্টান্ডে অনুষ্ঠিত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী সাইফ উদ্দিন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, পৌর সভার মেয়র মো. মজিবুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর